আমন্ত্রন-invitation
আমন্ত্রন-invitation
প্রিয় বন্ধুরা,
সবাইকে শুভেচ্ছা। ফ্লিটওয়ারর্কাস নতুন বৈশিষ্ট্য নিয়ে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। এই পদক্ষেপে আপনার একটু সহায়তা অনেকের উপকার আসতে পারে। ফ্লিটওয়ারকার্স এর অধিকাংশ কার্যক্রম মেহনতি মানুষের কর্মসংস্থানের ভুমিকা পালন করছে, বিভিন্ন অঞ্চলে তাদের তালিকা করা হচ্ছে। এই তালিকাগুলো প্রকাশ করা হবে, এই তালিকায় তাদের নাম ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি অন্তভুক্ত থাকবে। তালিকাগুলো দেখে যে কেউ তার প্রয়োজনীয় লোকের সঙ্গে যোগাযোগ করে কাজ করাতে পারবেন। মেহনতি মানুষগুলো যেমন ( রাজমিস্ত্রী,কাঠমিস্ত্রী,রঙমিস্ত্রী,ইলেকট্রনিক মিস্ত্রী ) ইত্যাদি তারা বেশি শিক্ষিত নয়, তারা নিবন্ধন করতে পারেন না। সবাইকে অনুরোধ করছি আপনাদের আশেপাশের এই পেশাজীবিদের তালিকা তৈরীতে সহায়তা করুন। আমাদের কন্টাক ফরমে তাদের নিবন্ধন করুন।